Mithai Birthday Celebrations: মনোহরা কেকে 'মিঠাই'য়ের জন্মদিন পালন - Bengali serial Mithai completes one year
🎬 Watch Now: Feature Video
শুরুর দিন থেকে এখনও জনপ্রিয়তার শীর্ষে এই বাংলা ধারাবাহিক । একের পর এক সপ্তাহ বেঙ্গল টপার হিসেবে নিজের জায়গা ধরে রেখে বছর পার করল জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' (Bengali serial Mithai completes one year) ৷ মনোহরা কেক কেটে সেটে জন্মদিন পালন করল 'মিঠাই' পরিবার। শুরুর দিন থেকে মিঠাই রানির ভুল ইংরেজি, বুদ্ধিমত্তা, সকলকে বেঁধে রাখার ক্যারিশ্মা মুগ্ধ করে সকলকে। যে ভালবাসা আজও অটুট ৷ একটি বছর পার করে মিঠাই ওরফে সৌমিতৃষা বলেন, "দর্শকের ভালবাসা না পেলে সম্ভব হত না। অনেক সাড়া পেয়েছি এই এক বছরে। অনেক মানুষ ভালোবেসেছেন মিঠাইকে। আরও ভালোবাসুক এটাই কামনা।"