Durga Puja 2022: 75তম বর্ষে জয়রামপুর সর্বজনীনের থিম 'স্বরূপ দর্শন' ! - দুর্গাপুজো
🎬 Watch Now: Feature Video
75 বছরে পদার্পণ করল বেহালার জয়রামপুর সর্বজনীনের (Behala Jairampur Sarbojanin) দুর্গোৎসব ৷ এবারের পুজো (Durga Puja 2022) উপলক্ষে উদ্যোক্তাদের আয়োজন 'স্বরূপ দর্শন' ! বায়োস্কোপকে প্রেক্ষাপট করে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ ৷ দেবীকে দর্শন করতে হলে দর্শনার্থীদের চোখ রাখতে হবে মণ্ডপের গায়ে খোদাই করা ত্রিনয়নে ! পেপার কাটিং, জল, প্রজেক্টর দিয়ে সেজে উঠছে এই মণ্ডপ ৷ চলছে শেষ মুহূর্তের কাজ ৷ পুজোর উদ্বোধন আগামী 27 সেপ্টেম্বর।