বন্দী বিক্ষোভে তপ্ত বারুইপুর সংশোধনাগারে ফিরছে শান্তি - baruipur_clash
🎬 Watch Now: Feature Video
দফায় দফায় আলোচনা করে মধ্যরাত ছাড়িয়ে শেষ পর্যন্ত অচলাবস্থা কাটল বারুইপুর সংশোধনাগারে ৷ DG কারা অরুণ গুপ্ত, IG দক্ষিণবঙ্গ রাজীব মিশ্র, DIG প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ ত্রিপাঠি ও বারুইপুর জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান দফায় দফায় বন্দীদের সঙ্গে আলোচনা করেন ৷ বন্দীদের অভিযোগ, জেল সুপার ও অন্যান্য কর্মীরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন ৷ জোর করে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ ৷ এর প্রতিবাদেই সোমবার বিকেল থেকে ক্ষিপ্ত ও মারমুখী হয়ে ওঠে বন্দীরা ৷