Bardhaman Chaos: বামেদের কর্মসূচি ঘিরে রণক্ষেত্র বর্ধমান
🎬 Watch Now: Feature Video
বুধবার ছিল বামেদের আইন অমান্য আন্দোলনের কর্মসূচি। আর এই কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পূর্ব বর্ধমানের কার্জন গেট (Left Front Agitation)। দুপুর থেকেই সেই আন্দোলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকরা জড়ো হতে শুরু করেন। কার্জনগেটে (Curzon Gate, Bardhaman) থাকা বিশ্ব বাংলা লোগো ভেঙ্গে দেন তাঁরা। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে বলে অভিযোগ। এরপরই পুলিশ পালটা লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বামকর্মী। আন্দোলনকারীরা সরকারি সম্পত্তি নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে।