ETV Bharat / state

কলকাতায় দিনভর বন্ধ থাকবে পানীয় জল, কবে ? কোন কোন এলাকায় - WATER SUPPLY IN KOLKATA

সংস্কারের কাজের জন্য শহরের বিস্তীর্ণ এলাকায় দিনভর বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা ৷ কোন দিন, কোথায় কোথায় জল আসবে না, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
শহরে বন্ধ থাকবে পানীয় জল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2025, 8:13 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: টালার পর এবার গার্ডেনরিচ । গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে হবে সংস্কারের কাজ । আর তার জেরে দিনভর পানীয় জলশূন্য থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ৷ জল থাকবে না সংযুক্ত এলাকা-সহ পার্শ্ববর্তী পুজালী ও বজবজ পুরসভার বিস্তীর্ণ অংশেও । আগামী 18 জানুয়ারি, শনিবার ব্যাহত হবে পরিষেবা ৷ পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে পরের দিন রবিবার অর্থাৎ 19 জানুয়ারি ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, আগামী 18 জানুয়ারি শনিবার জল প্রায় বন্ধ থাকছে । মূলত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, যেখানে গার্ডেনরিচের জল যায়, সেখানে 18 জানুয়ারি, শনিবার সকালে যেমন জল আসে সেটা আসবে ৷ এর পর থেকে পানীয় জল পরিষেবা সারাদিন বন্ধ থাকবে । পরদিন অর্থাৎ 19 তারিখ, রবিবার সকাল 6টায় ফের পরিষেবা স্বাভাবিক হবে ।

জল বন্ধ থাকার কারণ হল ভাল্ব-সহ পাইপ ও যন্ত্রপাতি মেরামতি এবং সংস্কার করা হবে । সেদিন পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় যে সমস্ত এলাকায় তার প্রভাব পড়বে সেগুলি হল, কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া ও মেটিয়াবুরুজ । যাদবপুরের বিভিন্ন এলাকাতেও জল বন্ধ থাকবে । কলকাতা পুরনিগম এলাকা লাগোয়া বজবজ, পুজালী ও মহেশতলার বিস্তীর্ণ এলাকাতেও পানীয় জল পরিষেবা সেদিন বন্ধ থাকবে ।

দীর্ঘ সময় পেরিয়ে সম্প্রতি পলতা জল উৎপাদন প্রকল্প ও টালা জলাধার, এই দুই জায়গায় যৌথভাবে ব্যাপক সংস্কার কাজ হয় । একাধিক জায়গায় পাইপ মেরামতি থেকে শুরু করে যন্ত্রাংশ পরিবর্তন ও বৈদ্যুতিন কাজকর্ম চলে । যার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । তার প্রভাব পড়েছিল লাগোয়া সল্টলেক, নিউটাউন, বরাহনগর-সহ সেই সব পুরসভা এলাকায় যেখানে সেই জলাধাগুলি থেকে জল যায় ।

এবার একই কায়দায় দক্ষিণের গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে বড় ধরনের মেরামতি ও সংস্কার হতে চলেছে । যদিও খিদিরপুর চত্বরে এর প্রভাব পড়বে না, কারণ সেখানে ওয়াটগঞ্জ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল পরিষেবা স্বাভাবিক থাকবে ।

কলকাতা, 10 জানুয়ারি: টালার পর এবার গার্ডেনরিচ । গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে হবে সংস্কারের কাজ । আর তার জেরে দিনভর পানীয় জলশূন্য থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা ৷ জল থাকবে না সংযুক্ত এলাকা-সহ পার্শ্ববর্তী পুজালী ও বজবজ পুরসভার বিস্তীর্ণ অংশেও । আগামী 18 জানুয়ারি, শনিবার ব্যাহত হবে পরিষেবা ৷ পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে পরের দিন রবিবার অর্থাৎ 19 জানুয়ারি ।

কলকাতা পুরনিগম সূত্রে খবর, আগামী 18 জানুয়ারি শনিবার জল প্রায় বন্ধ থাকছে । মূলত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা, যেখানে গার্ডেনরিচের জল যায়, সেখানে 18 জানুয়ারি, শনিবার সকালে যেমন জল আসে সেটা আসবে ৷ এর পর থেকে পানীয় জল পরিষেবা সারাদিন বন্ধ থাকবে । পরদিন অর্থাৎ 19 তারিখ, রবিবার সকাল 6টায় ফের পরিষেবা স্বাভাবিক হবে ।

জল বন্ধ থাকার কারণ হল ভাল্ব-সহ পাইপ ও যন্ত্রপাতি মেরামতি এবং সংস্কার করা হবে । সেদিন পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় যে সমস্ত এলাকায় তার প্রভাব পড়বে সেগুলি হল, কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া ও মেটিয়াবুরুজ । যাদবপুরের বিভিন্ন এলাকাতেও জল বন্ধ থাকবে । কলকাতা পুরনিগম এলাকা লাগোয়া বজবজ, পুজালী ও মহেশতলার বিস্তীর্ণ এলাকাতেও পানীয় জল পরিষেবা সেদিন বন্ধ থাকবে ।

দীর্ঘ সময় পেরিয়ে সম্প্রতি পলতা জল উৎপাদন প্রকল্প ও টালা জলাধার, এই দুই জায়গায় যৌথভাবে ব্যাপক সংস্কার কাজ হয় । একাধিক জায়গায় পাইপ মেরামতি থেকে শুরু করে যন্ত্রাংশ পরিবর্তন ও বৈদ্যুতিন কাজকর্ম চলে । যার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় দিনভর পানীয় জল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল । তার প্রভাব পড়েছিল লাগোয়া সল্টলেক, নিউটাউন, বরাহনগর-সহ সেই সব পুরসভা এলাকায় যেখানে সেই জলাধাগুলি থেকে জল যায় ।

এবার একই কায়দায় দক্ষিণের গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসে বড় ধরনের মেরামতি ও সংস্কার হতে চলেছে । যদিও খিদিরপুর চত্বরে এর প্রভাব পড়বে না, কারণ সেখানে ওয়াটগঞ্জ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে জল পরিষেবা স্বাভাবিক থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.