Sandhan Web Portal : সন্ধান ওয়েব পোর্টালের মাধ্যমে মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ - Sandhan Web Portal
🎬 Watch Now: Feature Video
বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ ও সম্প্রচারের অন্যতম হাতিয়ার হল মোবাইল ফোন। সেই মোবাইল ফোন চুরি যাওয়াতে বাঁকুড়া জেলার মানুষজন বিপাকে পড়েছিলেন । পুলিশে অভিযোগ দায়ের করতেই তৎপর হয়ে ওঠে বাঁকুড়া জেলা পুলিশ। সন্ধান নামক একটি ওয়েব পোর্টাল (Sandhan Web Portal) তৈরি করে বিভিন্ন ফোনের ডেটা সংগ্রহ করে খোঁজ শুরু করে তারা । অবশেষে পুলিশের চেষ্টা সফল হয় । হারিয়ে যাওয়া ফোনগুলি পুনরুদ্ধার হয় । শিশুমঙ্গল কক্ষে চুরি হয়ে যাওয়া 200টির মতো মোবাইল ফোন উপযুক্ত প্রমাণ সহকারে মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ । বুধবার বাঁকুড়া জেলা পুলিশ বৈভব তেওয়ারি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, গত দুই মাসে বাঁকুড়া জেলা পুলিশ প্রায় সাড়ে 650টির বেশি ফোন পুনরুদ্ধার করেছে ৷
TAGGED:
Sandhan Web Portal