মারিশদায় আগুনে পুড়ে ছাই দোকান ও ATM কাউন্টার - purba medinipur
🎬 Watch Now: Feature Video
গতকাল গভীর রাতে আগুন পুড়ে ছাই হয়ে যায় একটি ক্যালেন্ডার প্রিন্টিংয়ের দোকান সহ ATM কাউন্টার । পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার কালীনগর বাসসট্যান্ডের ঘটনা । এক ঘণ্টা পর দমকল আসে ৷ দোকানের প্রায় 12 লাখ টাকার ক্যালেন্ডার সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ।