Ramkinkar Baij: বিশ্ব বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেইজের বসতবাড়ি পেতে চলেছে 'হেরিটেজ তকমা'
🎬 Watch Now: Feature Video
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্ববরেণ্য ভাস্কর শিল্পী রামকিঙ্কর বেইজের বসতবাড়ি হেরিটেজ স্বীকৃতি পেতে চলেছে (Artist Ramkinkar Baij Home Will Get Heritage Tag)। বুধবার বাঁকুড়ায় এসেছিলেন হেরিটেজ বোর্ডের প্রতিনিধি দল। তারা শহরের যোগীপাড়ায় শিল্পীর বসতবাড়ি পরিদর্শন করার পাশাপাশি, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ৷ রামকিঙ্কর বেইজ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের বসতবাড়ি হেরিটেজ হিসেবে স্বীকৃতির জন্য উদ্যোগ নিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রামকিঙ্কর বেইজের বাড়ি হেরিটেজ স্বীকৃতির দোর গোড়ায়। পাশাপাশি সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের বাড়িও হেরিটেজ শিরোপা পাবে কিছিদিন পরে ৷ এখন রামকিঙ্কর বেইজের বসতবাড়ি হেরিটেজ তকমা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।