Arpita Mukherjee: 'আমাকে টরচার করা হয়েছে', বললেন অর্পিতা মুখোপাধ্যায় - ইএসআই জোকা হাসপাতালে পুলিশের নজরদারিতে পৌঁছলেন অর্পিতা মুখোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই জোকায় নিয়ে যাওয়া হয়েছে পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোধ্যায়কে। হাসপাতালে ঢোকার সময় সংবাদ মাধ্যমকে তিনি জানান যে তাঁকে দিয়ে তদন্তকারী সংস্থা জোর করে সই করিয়েছে। শুক্রবার এসএসসি দুর্নীতি কাণ্ডে গতকাল থেকেই লাগাতার জেরা করা হয় তাঁকে। এরপর তদন্তকারী দল অর্পিতার বাড়ি থেকে 21 কোটি 22 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। হাসপাতালে পুলিশের নজরদারিতে পৌঁছন অর্পিতা। হাসপাতালে ঢোকার আগে তিনি চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে থাকেন তাঁকে 'টরচার' করা হয়েছে (Arpita Mukherjee on ED Arrest Her on SSC Scam)। তাঁকে দিয়ে জোর করে সই করিয়ে নিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
TAGGED:
Arpita Mukherjee