Mou er Bari: 300 পর্বে মৌ-এর বাড়ি, কী বলছেন মৌ-রূপম ? - Adrija Roy And Abhishek Veer Sharma Share Their Thoughts With ETV Bharat
🎬 Watch Now: Feature Video
দেখতে দেখতে 300 পর্ব পার করে ফেলল ধারাবাহিক 'মৌ-এর বাড়ি'। গঙ্গোপাধ্যায় বাড়ির অন্দরমহলের পাওয়া না-পাওয়া নিয়েই এগিয়েছে এতদিনের গল্প ৷ এসেছে একাধিক ছোট ছোট মোচড় ৷ এই মুহূর্তে চলেছে বাড়ি বাঁচানোর লড়াই ৷ কারণ অলিভিয়া তার উকিলকে নিয়ে আসছে মৌ-এর বাড়িতে ৷ তার দাবি, এই বাড়ি বিক্রি হয়ে যাবে ৷ তাই সদস্য়দের বাড়ি থেকে চলে যেতে আদেশ করে সে ৷ এই সমস্য়াতেও রুখে দাঁড়ায় মৌ ৷ এবার সে কী পারবে, সমাধান দিতে ? উত্তর দেবে আগামি পর্বগুলি ৷ এই ধারাবাহিকের বছর ঘুরবে অগস্ট মাসে । এবার এই কয়েক মাসের জার্নিতে নিজেদের পাওয়া ও না-পাওয়া এবং অনুভূতির গল্প শোনালেন ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র মৌ এবং রূপম 'থুড়ি' অদ্রিজা এবং অভিষেক (Adrija Roy And Abhishek Veer Sharma Share Their Thoughts With ETV Bharat ) ।
TAGGED:
Mou er Bari