Viral Video: ছবি তুলতে গিয়ে পা স্লিপ ! 100 ফুট উঁচু থেকে সটান জলপ্রপাতে, দেখুন ভিডিয়ো - তামিলনাড়ুর পুল্লাভেলির বিশাল বড় এই জলপ্রপাত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16014974-thumbnail-3x2-tamil.jpg)
সম্প্রতি নেট মাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে এক যুবক ছবি তুলতে গিয়ে জলপ্রপাতে পা পিছলে পড়ে গিয়েছে (A Youth Fell Down in Pullaveli Falls)৷ সেই সময় তাঁকে ছবি তুলে দিচ্ছিলেন তাঁর বন্ধু ৷ তামিলনাড়ুর পুল্লাভেলির বিশাল বড় এই জলপ্রপাতে ঘটনাটি ঘটেছে ৷ সূত্রের খবর, যিনি পড়ে গিয়েছেন তাঁর নাম অজয় পান্ডিয়ান ৷ বুধবার অজয় পান্ডিয়ান বন্ধুদের সঙ্গে পরমাকুড়ি থেকে পুল্লাভেলির একশো ফুট জলপ্রপাত দেখতে গিয়েছিলেন ৷ ছবি তুলতে গিয়ে বন্ধুর বলা নির্দেশ মতো পোজও দিচ্ছিলেন, হঠাৎই ঘটল দুর্ঘটনা ৷ পড়ে গেলেন তিনি ৷ তাঁর বন্ধু চিৎকার করলে আশেপাশের অন্য পর্যটকরা এসে পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। 5 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি অজয় পান্ডিয়ানকে ৷ নিখোঁজ অজয়কে খুঁজতে এখনও জারি রয়েছে তল্লাশি ৷