রায়গঞ্জের ঘড়িমোড়ে 105 ফুট স্তম্ভের উপর পতাকা উত্তোলন - স্বাধীনতা দিবস
🎬 Watch Now: Feature Video
রায়গঞ্জে উদযাপন হল 74 তম স্বাধীনতা দিবস ৷ সকাল 9টায় পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার ঘড়িমোড়ে 105 ফুট উঁচু স্তম্ভের উপরে 20/30 ফুটের পতাকা উত্তোলন করেন । পতাকা উত্তোলন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি ও সুশীল গোস্বামী ।