thumbnail

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে 512টি টিয়া পাখি উদ্ধার

By

Published : Jul 28, 2021, 8:57 PM IST

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বড়সড় সাফল্য পেল আরপিএফ। তাদের কাছে খবর ছিল যোগবানী-কলকাতা এক্সপ্রেসে টিয়া পাখি পাচার করা হচ্ছে ৷ গতকাল রাতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছতেই আরপিএফ জওয়ানরা তল্লাশি শুরু করলে কামরা থেকে বিভিন্ন প্রজাতির প্রায় 512 টি টিয়া পাখি উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃত যুবকের নাম শেখ সাহিদ ৷ উদ্ধার হওয়া পাখিগুলিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতরের সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া পাখিগুলির মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। বন দফতর সেই পাখিগুলির মুখ খুলে দিয়েছে ও খাওয়ানো চলছে। উদ্ধার হওয়া পাখিগুলির মধ্যে আলেকজান্ডার প্যারাকিট আছে 52টি, অন্যান্য প্যারাকিট 455টি, সানকোর্স কেজ বার্ড চারটি ও একটি হিল ময়না রয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.