টাওয়ার বসানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৫ - বিধাননগর সিটি পুলিশ
🎬 Watch Now: Feature Video
মোবাইলের টাওয়ার বসানোর নাম করে বিপুল পরিমান আর্থিক প্রতারণার অভিযোগে বিধাননগরের BJ ব্লকের একটি কল সেন্টার থেকে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মধ্যে 3জন পুরুষ ও 2 জন মহিলা আছে ৷ ভারতী এয়ারটেলের কাছ থেকে একটি অভিযোগ পাওয়ার পরেই বিধাননগর সিটি পুলিশ নড়েচড়ে বসে । তারা ওই ভুয়ো কলসেন্টার থেকে উদ্ধার করেছে বেশ কিছু কম্পিউটার সহ কয়েকটি ব্যাঙ্কের নথি ।