Jahangirpuri Shootout: ব্যক্তিকে লক্ষ্য করে গুলি 4 নাবালকের, সিসিটিভি ফুটেজ প্রকাশ দিল্লি পুলিশের - জাহাঙ্গিরপুরী
🎬 Watch Now: Feature Video
এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালো 4 নাবালক (4 Minor Boys Apprehended for Firing at A Man in Jahangirpuri) ৷ তবে, সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি ৷ এমনই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে দিল্লি পুলিশ ৷ 15 জুলাই দিল্লির জাহাঙ্গিরপুরীতে ঘটনাটি ঘটেছে ৷ 4 নাবালককে আটক করেছে পুলিশ ৷ তারা পুলিশকে জানিয়েছে, 7 মাস আগে ওই চার নাবালকের একজনের বাবাকে আক্রান্ত ব্যক্তি মারধর করেছিল ৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই নাকি এই হামলা করে ওই 4 নাবালক ৷ আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ৷