এখানেই রাজনৈতিক জীবনের হাতেখড়ি, প্রণবের আরোগ্য় কামনায় যজ্ঞ মহিষাদলে

By

Published : Aug 12, 2020, 6:28 PM IST

thumbnail

রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়ার হাত ধরে । তখন স্বাধীনতা সংগ্রামের "আঁতুড়ঘর" ছিল অবিভক্ত মেদিনীপুর জেলা । উঠে এসেছিল অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সুশীল ধাড়ার মতো একের পর এক সুযোগ্য নেতৃত্ব। আর সেই বিপ্লবীদের টানেই মহিষাদলে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়। আর তখনই স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়ার হাত ধরে রাজনীতিতে প্রবেশ । তাই প্রিয়জনের অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলবাসীর । প্রিয়জনের দ্রুত আরোগ্য কামনায় বুধবার সকাল থেকে মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবনে চলে পুজোপাঠ থেকে যজ্ঞ । প্রণব মুখোপাধ্যায় জীবনের অনেকটা সময় কাটিয়েছেন মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবনে । প্রজ্ঞানানন্দ স্মৃতিরক্ষা সমিতির সদস্য সন্তোষ গোস্বামী বলেন, মুখোপাধ্যায় নামে আমরা সকলেই উদ্বুদ্ধ হই । আমরা মনে করি, তিনি মহিষাদলের মানুষ। আমরা তাঁর অসুস্থতার খবরে ব‍্যথিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং চাই তিনি সুস্থ হয়ে ফের একবার ঘুরে যান মহিষাদল ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.