দেবাশিস কি পুরো রাস্তাটাই দখল করেছে, ত্রিধারার উদ্বোধনে প্রশ্ন মুখ্যমন্ত্রীর - মেয়র পারিষদ দেবাশিস কুমার
🎬 Watch Now: Feature Video
গতকাল ত্রিধারা পুজোর উদ্বোধনে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে রাস্তা দখল করে পুজো মণ্ডপ তৈরি হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেন তিনি ৷ জানতে চান, "দেবা (মেয়র পারিষদ দেবাশিস কুমার) তো পুরো রাস্তাটাই দখল করে নিয়েছে নাকি ? ওপাশের রাস্তাটা খোলা রেখেছে তো ? "