আফগানিস্তান, ইরাক, কাশ্মীরের চেয়ে ভালো অবস্থা নয় পশ্চিমবঙ্গের : দিলীপ ঘোষ - বাংলায় এবার পরিবর্তন
🎬 Watch Now: Feature Video
"আফগানিস্তান, ইরাক, কাশ্মীরের চেয়ে ভালো অবস্থা নয় এই পশ্চিমবঙ্গের । চোখ দেখিয়ে রাজত্ব করা চলবে না । এরাজ্যে বিজেপির 130 জন কার্যকর্তা খুন হয়েছেন । আরও 100 জন প্রাণ দিতে হয় দেবেন তাও বাংলায় এবার পরিবর্তন হবেই ।" আজ রায়গঞ্জের মোহনবাটিতে "চায়ে পে চর্চা" অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।