টিকিট না পেয়ে বিক্ষোভ উত্তর দিনাজপুরে - টিকিট না পেয়ে বিক্ষোভ উত্তর দিনাজপুরে
🎬 Watch Now: Feature Video
ইটাহারের পর এবার হেমতবাদ ৷ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে রাস্তা অবরোধ করল তৃণমূল কর্মীরা ৷ হেমতাবাদের বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্যকে প্রার্থী না করায় বিক্ষোভ ফেটে পড়েন তাঁর কর্মী সমর্থকেরা ৷ সাংবাদিক সম্মেলন ডেকে উত্তর দিনাজপুরের তৃণমূল সহসভাপতি নজরুল ইসলাম একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন , " পিকে টিম কী সার্ভে করল জানি না ৷ এই প্রার্থী নিয়ে প্রচার চালানো সম্ভন নয় ৷ দিদির সৈনিক হিসাবে আমরা দুঃখিত ৷ " মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী বদলের দাবি জানানোর কথাও তিনি জানান ৷ পাশাপাশি , প্রার্থী বদল না হলে হেমতাবাদ বিধানসভার 12 টি অঞ্চলের কোনও কর্মীই নির্বাচনী প্রচারে যুক্ত হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি ৷