পেট্রল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের - Purba Medinipur TMC
🎬 Watch Now: Feature Video
পেট্রল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ তৃণমূলের ৷ রাস্তায় উনুন জ্বালিয়ে রান্না করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা ৷ পূর্ব মেদিনীপুরের কাঁথির ক্যালটেক্স মোড় এলাকার ঘটনা ৷ বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি ৷ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা মামুদ হোসেন, রত্নদীপ মান্না, রমেন সিং সহ অন্যরা ৷ এদিনের কর্মসূচিতে এসে সুপ্রকাশ গিরি বলেন, "যখন মানুষ অসহায় তখন তৃণমূল কংগ্রেস রাস্তায় । কারণ পেট্রল ও রান্নার গ্যাসের মূল্য যে ভাবে দিন দিন বাড়ছে তাতে, মধ্যবিত্তের হেঁসেলে আগুন লেগেছে । তার জন্য কেন্দ্র সরকার সম্পূর্ণ রূপে দায়ী । তাই গ্যাস দোকান দোকানের সামনে কাঠের উনুন জালিয়ে ও পাশে খালি গ্যাস সিলিন্ডার বসিয়ে প্রতিবাদ করছি আমরা ৷"