যারা খেলা হবে বলছে, তাদের ধোলাই হবে : রাহুল সিনহা - 2021 বিধানসভা
🎬 Watch Now: Feature Video
"খেলা হবে, খেলা হবে"-র পালটা দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ বলেন, " যাঁরা খেলা হবে বলছে তাঁদেরও আমি পরিষ্কার করে বলছি খেলা হবে তো ধোলাই হবে ।" আজ বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা । সেখানে তিনি বলেন, "কারণ খেলা হবে মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার প্রচেষ্টা হবে । আর সেটা করতে গেলেই ধোলাই হবে । তৃণমূলে এখন তো খেলার প্লেয়ার নেই । প্লেয়ারদের মন ভেঙে গিয়েছে তৃণমূলে কে আছে আর কে নেই তা বোঝারও উপায় নেই । তৃণমূলে যারা সাংবাদিক বৈঠক করছেন তাঁদের সংখ্যাও কমে যাচ্ছে । কারণ আজ যিনি সাংবাদিক বৈঠক করছেন কালকে তিনি তৃণমূলের বিরুদ্ধে বলবেন না তার গ্যারান্টি কি আছে ? এখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবে উঠতে পারছেন না কে ওদের আপন, আর কে ওদের পর ।"