বুথ দখল করতে এলে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেবেন : মদন - হাবড়া
🎬 Watch Now: Feature Video
এবারে জনসভা থেকে হুঙ্কার মদন মিত্রের ৷ এদিন তিনি বলেন, "বুথ দখল করলে হাত ভেঙে চুরমার করে দেবেন ৷ মা-বোনেদের উদ্দেশ্যে বলছি, ভোটের দিন আপনি হাতা-খুন্তি নিয়ে ভোট দিতে যাবেন । খালি হাতে কেউ ভোট দিতে যাবেন না ।" এদিন হাবড়ার 12 নম্বর ওয়ার্ডে আক্রামপুর হাইস্কুলের মাঠে জনসভা হয় । ওই সভায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দেবাংশু ভট্টাচার্য-সহ অন্য নেতারা ।