নির্বাচন কর্মীদের নিরপেক্ষতা ও সিন্ডিকেট নিয়ে ফের সরব রাজ্যপাল - West Bengal assembly election 2021
🎬 Watch Now: Feature Video
আজ নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় কনভোকেশন অনুষ্ঠানে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এদিন সিন্ডিকেটরাজ ও নির্বাচন কর্মীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । সিন্ডিকেট রাজ নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "রাজ্যে দু'টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও নিজের ইচ্ছায় কিনতে পারেন না মানুষ । সিন্ডিকেট ঘিরে ধরে । এটা কী চলছে রাজ্যে ? একটা সিন্ডিকেটের দেওয়া এক টুকরো কাগজ । সেই কাগজ দেখিয়ে গোটা রাজ্যে কাজ চলছে ? এও কী সম্ভব ? সেই সঙ্গে সংবাদমাধ্যমকে পরামর্শ, "আপনারা সব কিছু দেখান । সরকারের ঠিক করা কিছু খবর নয় । সব খবর দেখান । সবার চোখ খুলে দিন।" পাশাপাশি, সরকারি কর্মীদের নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।