মেদিনীপুর, 16 জানুয়ারি: একসঙ্গে পাঁচ প্রসূতির অসুস্থ হওয়া, তারপর একজনের মৃত্যু ৷ বৃহস্পতিবার সকালে এক সদ্যোজাতর প্রাণ গিয়েছে ৷ তবুও ব্যাচ নম্বর বিহীন রাজ্য সরকারের নিষিদ্ধ এলআর (LR) স্যালাইন ন্যায্যমূল্যের ওষুধের দোকানে বিক্রি চলছে। মাতৃমাতে ভর্তি অসুস্থ প্রসূতিকে সেই স্যালাইন কিনে দিতে গিয়ে বিপত্তি !
ঘটনাক্রমে জানা যায়, পশ্চিম মেদিনীপুরের সাহসপুরের তপন দোলইয়ের স্ত্রী সুদীপাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যালের মাতৃমাতে। তাঁকে নিয়ে আসেন তাঁর দাদা ৷ এরপরই তাঁকে স্যালাইন কিনে আনতে পাঠানো হয় মাতৃমা থেকে। দাদা বিভাস দোলই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ন্যায্য মূল্যের ওষুধ দোকান থেকে 6টি স্যালাইন কেনেন ৷
তড়িঘড়ি স্যালাইন তিনি নিয়ে আসেন মাতৃমাতে ৷ কিন্তু স্যালাইন দেওয়ার আগেই দেখা যায় এই রিঙ্গার ল্যাক্টেট LR স্যালাইনের ভিতরে ছত্রাক ভর্তি।হাসপাতালের আয়া প্রথম সেটি দেখতে পান ৷
শুধু তাই নয়, LR স্যালাইনের ব্যাচ নম্বরও ছিল না। ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তড়িঘড়ি সেই স্যালাইন তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরেন ৷ সেই সঙ্গে ন্যায্য মূল্যের ওষুধ দোকানে ওই স্যালাইন ফেরত দিতে যান। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে মেদিনীপুর মেডিক্যালে ৷
- সদ্য দায়িত্বপ্রাপ্ত এই মেদিনীপুর ন্যায্যমূল্যের ওষুধের 'কোলে' সংস্থার দোকানের দায়িত্বে থাকা স্বরুপ কুমার সি বলেন, "আমাদের কাছ থেকে কোনও নির্দেশিকা আসেনি সরকারের থেকে ৷ তবে আমরা এই এলআর স্যালাইন বিক্রি বন্ধ রেখেছিলাম ৷ আজ কয়েকটা মাত্র বিক্রি করেছি। খেয়াল করে দেখিনি।"
- মেদিনীপুরের মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী বলেন, "এরকম ঘটনা সম্পর্কে কিছু জানি না ৷ এখনও কোনও অভিযোগপত্র জমা পড়েনি।"
- যদিও এবিষয়ে মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত কুমার রাউত বলেন, "আমাদের কাছে কোনও অভিযোগ পড়েনি ৷ তবে আমাদের রাজ্য সরকার এবং মেডিক্যাল কলেজের তরফ থেকে ছত্রাক ভর্তি এলআর স্যালাইন নিষিদ্ধ বিক্রি করার জন্য ৷"