হায়দরাবাদ, 16 জানুয়ারি: তীব্র সংশয় থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল তাঁকে ৷ কিন্তু পিঠের চোটে শেষমেশ আইসিসি'র মার্কি ইভেন্ট থেকে ছিটকে গেলেন অ্য়ানরিচ নর্তজে ৷ পিঠের চোট 2023 বিশ্বকাপে অংশগ্রহণেও বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রোটিয়া স্পিডস্টারের জন্য ৷ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারকা পেসারের সার্ভিস পাবে না দক্ষিণ আফ্রিকা ৷
আগামী মাসে পাকিস্তানে শুরু হতে চলা আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফির জন্য দক্ষিণ আফ্রিকা স্কোয়াড ঘোষণা করে গত সোমবার ৷ সেই স্কোয়াডে রাখা হয়েছিল ল্যাঙ্কি পেসারকে ৷ ওইদিনই স্ক্যান হয় নর্তজের ৷ সেই স্ক্যানের রিপোর্ট হাতে আসতেই চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন শেষ হয়ে যায় প্রোটিয়া ফাস্ট বোলারের ৷ প্রিটোরিয়া ক্য়াপিটালসের ক্রিকেটার হিসেবে সাউথ আফ্রিকা টি-20 লিগ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নর্তজে ৷
আপাতত নর্তজের বিকল্পের খোঁজে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷ আপাতত ঘোষণা না-হলেও শীঘ্রই তাঁর বিকল্পের নাম জানিয়ে দেবে তাঁরা ৷ তবে নর্তজের না-থাকা যে বড় ধাক্কা তেম্বা বাভুমা নেতৃত্বাধীন দলের জন্য, তা বলাই বাহুল্য ৷ এখনও পর্যন্ত 22টি ওয়ান-ডে ম্যাচে 36টি উইকেট ঝুলিতে নেওয়া নর্তজে সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম ভরসার নাম ৷ কেরিয়ারজুড়ে চোট-আঘাত বারংবার ভুগিয়েছে 31 বছরের পেসারকে ৷ বাদ গেল না 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও ৷ দক্ষিণ আফ্রিকার হয়ে 15 মাস আগে শেষ ওয়ান-ডে ম্যাচটি খেলেছিলেন নর্তজে ৷ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়কালের মধ্যে ডানহাতি পেসার সুস্থ হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে ৷
PLAYER UPDATE🗞
— Proteas Men (@ProteasMenCSA) January 16, 2025
Proteas Men fast bowler Anrich Nortje has been ruled out of the remainder of the Betway SA20 and the ICC Champions Trophy 2025 due a back injury.
The 31-year-old, who was initially named in the Champions Trophy squad, underwent scans on Monday afternoon which… pic.twitter.com/8td2iujr0K
আগামী 21 ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিয়ান শুরু করবে প্রোটিয়াব্রিগেড ৷ 2023 বিশ্বকাপের সেমিতে পৌঁছনো স্কোয়াডের কোর ক্রিকেটারদের ধরে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলঘোষণা করেছে প্রোটিয়ারা ৷ উল্লেখযোগ্যভাবে, কুঁচকির চোট সারিয়ে কয়েকমাস পর স্কোয়াডে ফিরেছেন ফাস্ট বোলার লুঙ্গি এনগিদি ৷ আইসিসি টুর্নামেন্টের দলে চার নতুন মুখ- টনি ডি জর্জি, রায়ান রিকেল্টন, ট্রিস্টান স্টাবস এবং উইয়ান মুল্ডার ৷
- একনজরে দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, অ্যানরিচ নর্তজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং ভ্যান ডার ডুসেন ৷