গলায় জুতোর মালা পরিয়ে মাদক পাচারকারীকে গ্রাম ঘোরাল এলাকাবাসী - মাদক পাচারকারীকে জুতোর মালা
🎬 Watch Now: Feature Video
মাদক পাচারকারীকে জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরাল এলাকার লোকজন ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাণিপুরের ঘটনা । ওই মাদক কারবারির বক্তব্য, প্যাকেটটি তাকে আনতে বলা হয়েছিল । ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়রের । পাশাপাশি এই চক্রের মূল কারবারি মালদার ল্যাংড়া জাকির নায়েক বলে জানিয়েছে ধৃত পাচারকারী । খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই পাচারকারীকে আটক করে নিয়ে যায়। গ্রামবাসীর দাবি, বেশ কয়েক বছর ধরে গ্রামে গাঁজা হেরোইনের ব্যবহার বাড়ছিল। আজ ওই যুবককে আটক করে গ্রামবাসী তল্লাশি চালায়। ব্যাগ থেকে মেলে গাঁজা ও হেরোইন। এরপর তাকে জুতোপেটা করা হয় ও গলায় জুতোর মালা পরানো হয় ৷ ধৃত যুবক সামশেরগঞ্জের বাসিন্দা।