Cooch Behar Sports Hub : কোচবিহারে হতে চলেছে স্পোর্টস হাব, ঘোষণা নিশীথের - Cooch Behar Sports Hub
🎬 Watch Now: Feature Video
সবকিছু ঠিকঠাক থাকলেই খুব তাড়াতাড়ি একটি স্পোর্টস হাব পেতে চলেছে কোচবিহার (union minister nisith pramanik announces that a sports hub will be build in cooch behar) । 300 থেকে 500 খেলোয়াড়ের থাকার ও অনুশীলনের জন্য একটি ভবন । সেখানে ফুটবল, হকি থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড়দের থাকার ও অনুশীলনের ব্যবস্থা করা হবে । একই সঙ্গে ফিজিওথেরাপির ব্যবস্থাও সেখানে করা হবে । সোমবার কোচবিহারের সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক এমনটাই জানান । তবে এই হাবটি তৈরির জন্য প্রায় 25 একর জমি দরকার । জমির জন্য রাজ্য সরকারের কাছে সাইয়ের তরফে আবেদন জানানো হয়েছে ।