হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রাকচালকের মৃত্যু - driver died in heart attack
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের কনিষ্ক রোডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ট্রাকচালকের । দুর্গাপুরের গোপালমাঠের একটি ট্রান্সপোর্ট এজেন্সির লরিতে করে সিমেন্ট বোঝাই করে তা বিভিন্ন সাপ্লায়ের কাছে নিয়ে যাওয়ার সময় গাড়িচালক তিলকি রায়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। দুর্গাপুর থানা এলাকার কনিষ্ক রোডে চলন্ত এই সিমেন্ট বোঝাই গাড়িটি হঠাৎ পিছনের দিকে চলতে থাকে । স্থানীয়রা ভাবেন গাড়িটি হয়ত পিছনে নিয়ে যাওয়া হচ্ছে। তারা খুব একটা আমল দেয়নি প্রথমদিকে। কিন্তু দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে স্থানীয়দের সন্দেহ হয়। তারা কাছে গিয়ে দেখে গাড়িটি চালু অবস্থায় রয়েছে এবং চালক স্টিয়ারিংয়ের উপরে পড়ে আছেন। পুলিশকে খবর দেওয়া হলে দুর্গাপুর থানার পুলিশ এসে চালককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে চালকের বাড়ি দুর্গাপুর স্টেশন সংলগ্ন বস্তিতে।