সালিশি সভায় সস্ত্রীক BJP কর্মীকে মারধর, অভিযুক্ত তৃণমূল - মুর্শিদাবাদ
🎬 Watch Now: Feature Video
BJP কর্মী ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ প্রতিবেশী তৃণমূল কর্মীর বিরুদ্ধে । বর্তমানে হাসপাতালে ভরতি BJP কর্মীর স্ত্রী । সুতি থানা এলাকার ঘটনা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নির্মীয়মাণ বাড়ির প্লাস্টারের দেওয়ালে জল দিচ্ছিলেন জাকির শেখ । সেই সময় জলের পাইপ ফেটে গিয়ে জল চলে যায় আঙুর শেখ জায়গায় । এরপরই জাকির শেখের সঙ্গে বচসা বেধে আঙুরের ৷ বচসা চলাকালীন আঙুর শেখ তার অনুগামীদের নিয়ে এসে জাকিরকে মারধর শুরু করে বলে অভিযোগ ৷ এরপর একটি সালিশি সভার আয়োজন করা হয় সুতির বংশবাটি পঞ্চায়েত এলাকায় । অভিযোগ,ওই সালিশি সভায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মী জাকির শেখের স্ত্রীর উপর চড়াও হয় ৷ মাথায় ভোজালির কোপ মারে । হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর ৷