শুভেন্দু চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না: অরূপ রায় - Trinamool Congress
🎬 Watch Now: Feature Video
"শুভেন্দু চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না । তবে সেদিনের বৈঠকের পর তার অবস্থানে আমি হতাশ । কারণ আমরা একসঙ্গে অনেকদিন রাজনীতি করেছি । অনেক লড়াইয়েও সামিল হয়েছি।" আজ হাওড়ায় এক দলীয় কর্মসূচি থেকে এই মন্তব্য করলেন অরূপ রায় । মিহির গোস্বামীর শুভেন্দুকে ফোন করা নিয়ে তাঁর বক্তব্য, "কে কাকে ফোন করছেন তা নিয়ে আমরা মাথা ঘামাতে নারাজ । তবে বৈঠকে দ্বন্দ মিটেছে শুনে খুশি হয়েছিলাম । ফের তা মাথাচাড়া দেওয়ায় আমরা দুঃখ পেয়েছি।"