কোন পথে BJP-তে মিহির ! - মিহির গোস্বামী
🎬 Watch Now: Feature Video
মান-অভিমানের পালা চলছিলই । অক্টোবরের প্রথম থেকেই শুরু হয় জল্পনা । বিগত কয়েকদিনে সোশাল মিডিয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন বারবার । অবশেষে আজ দিল্লিতে BJP-তে যোগদান করলেন কোচবিহার দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ।