আমফান দুর্নীতিতে জেলে যাবে তৃণমূলের নেতা-মন্ত্রীরা : সুজন - শাসক দলের নেতা মন্ত্রী অফিসার
🎬 Watch Now: Feature Video
আমফানের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় CAG তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন সুজন চক্রবর্তী ৷ তিনি বলেন, নারদ সারদা চিটফান্ড কেলেঙ্কারির পর আমফান দুর্নীতির দায়ে জেলে যেতে চলেছেন শাসক দলের অনেক নেতা মন্ত্রী এবং অফিসাররা। তাঁর অভিযোগ, আদালতের রায় স্পষ্ট করেছে যে আমফান নিয়ে প্রচুর টাকার দুর্নীতি হয়েছে ৷ এছাড়া CAG-কে তদন্তের জন্য তথ্য দিয়েও সাহায্য করবেন বলে মন্তব্য করেছেন তিনি ৷