জিতেন্দ্র বিজেপিতে যোগ দিলে মন থেকে মানতে পারবেন না বাবুল - Babul Supriyo not accepted Jitendra Tiwari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9914699-thumbnail-3x2-ba.jpg)
জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছাড়ার পরই জল্পনা ছড়ায় যে বিজেপিতে যোগদান করতে চলেছেন । এরই মধ্য়ে জিতেন্দ্রর বিজেপি যোগে ব্যক্তিগত আপত্তি জানালেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় । সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের আপত্তির কথা শোনালেন বাবুল । ভিয়িয়োতে বাবুল বলেন, "আসানসোলে একটা কানাঘুষো শোনা যাচ্ছে, একটা কথা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে বাবুল সুপ্রিয়র সঙ্গে 'আন্ডার দা টেবিল' দলত্যাগী তৃণমূল নেতাদের বোঝাপড়া হয়েছে । প্রথমেই বলে রাখছি, দলের শীর্ষ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত । কিন্তু আমাকে ব্যক্তিগত ভাবে যদি বলেন, 'আন্ডার দা টেবিল' কিছু করার মানসিকতা নেই । আসানসোলের অলিতে গলিতে যে সমস্ত বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, জীবন দিয়েছেন, নানারকম ভাবে অত্যাচারিত হয়েছেন, ভুয়ো কেসে এখনও বহু কর্মী জেলে রয়েছেন ৷ এই সমস্ত ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল দুর্গাপুরের যে নেতারা করেছেন, জিতেন্দ্র তিওয়ারি তাঁদের মধ্যে অন্যতম ৷ আমাদের কর্মীরা এতদিন ধরে যাঁরা কষ্ট করেছেন তাঁদের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারব না । এদের বিজেপিতে যোগ দেওয়া মন থেকে মেনে নিতে পারব না । তবে কেন্দ্রীয় নেতারা যা ভাবছেন তাই হবে ।"
TAGGED:
জিতেন্দ্রতে "না" বাবুলের