WB By Polls : তৃণমূল প্রার্থীর নাম দিয়ে ব্যাজ পরায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা খড়দায় - Khardah by polls
🎬 Watch Now: Feature Video
খড়দার কল্যাণগড় বিদ্যাপীঠের বুথে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের নামে ব্যাজ পরা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসার অভিযোগ । শাসকদলের প্রার্থী বলেন, "চিহ্নের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে ৷ কিন্তু বুথের মধ্যে প্রার্থীর নাম লেখা ব্যাজ পরতেই পারেন নির্বাচনী এজেন্ট । এর মধ্যে কোনও দোষ নেই । কেন্দ্রীয় বাহিনী শুধু শুধু ঝামেলা করার চেষ্টা করছে ৷" স্থানীয় তৃণমূল নেতা সায়ন মজুমদার জানান, ভ্যাকসিনের দু‘টো ডোজ নেওয়া না থাকলে ভোটাররা ভোট দিতে পারবেন না বলে সকাল থেকে 53জন ভোটারকে ভোটকেন্দ্র থেকে ফিরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী ৷ তারপর ফের তাদের ফিরিয়ে নিয়ে আসার কথা বলে ৷ তাঁরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন ৷
Last Updated : Oct 30, 2021, 1:02 PM IST