"দল পাল্টালেও মানুষ এক", তৃণমূলের ভাঙন প্রসঙ্গে কটাক্ষ সূর্যকান্তের - Surjya Kanta Mishra toned TMC and BJP from Barasat party meeting
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10130734-thumbnail-3x2-surjya.jpg)
"সারদা, নারদ-সহ বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত লোকেরাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে । দল পাল্টালেও মানুষ এক । বিজেপিতে গেলে যত কেলেঙ্কারি থাকুক সিবিআই আর ধরবে না । তখন তৃণমূল-বিজেপি বোঝাপড়া করে চলবে ।" তৃণমূলের ভাঙন প্রসঙ্গে মন্তব্য সূর্যকান্ত মিশ্রর । বারাসতের রবীন্দ্র ভবনে আজ দলের সাংগঠনিক সভায় যোগ দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক । নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন," উনি কিশোরকে আনুন, কিংবা বৃদ্ধকে আনুন । কোনও লাভ হবে না । তৃণমূলের পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে"।