ফল বেরোনোর পর কোথায় যাবেন সেটা ভাবুক : জ্যোতিপ্রিয়কে কটাক্ষ শীলভদ্রের
🎬 Watch Now: Feature Video
তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ বিজেপি নেতা শীলভদ্র দত্তের ৷ এদিন কটাক্ষের সূরে তিনি বলেন, "বিধানসভা ভোটের ফলাফল বেরনোর পর কোথায় যাবেন, সেটা নিয়ে আগে ভাবুক । তারপর আমাদের নিয়ে চিন্তা করবেন । আমরা মাথা,কপাল নাকি অন্য কিছু চাপড়াবো, তা ওনাকে ভাবতে হবেনা ।" এদিন বারাসতে জেলা কার্যালয়ে দলের এক সাংগঠনিক বৈঠকে হাজির হন শীলভদ্র দত্ত । সেখান থেকেই জ্যোতিপ্রিয় মল্লিককে কটাক্ষ করেন তিনি ৷ প্রসঙ্গত, বুধবার বারাসতে দলীয় বৈঠক যোগ দিতে এসে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,"তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে গেছেন, তাঁদের একদিন কপাল চাপড়াতে হবে । কাঁদতে হবে তাঁদের ৷"