হায়দরাবাদ, 10 জানুয়ারি: মাঝেমধ্যেই আধ্যাত্মিক নানা অনুষ্ঠানে নজরে আসেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ৷ এবার মহারাজের দরবারে নিয়ে গেলেন নিজের সন্তানদেরও ৷ বৃন্দাবনে তারকা জুটি অনুষ্কা-বিরাটের ভক্তিভাবের ভিডিয়ো-ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷
মেয়ে ভামিকা ও ছেলে আকায়কে সঙ্গে নিয়ে তাঁরা দেখা করলেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে ৷ জানা গিয়েছে, পাওয়ার কাপল মহারাজজির সঙ্গে আলাদা করে দেখা করেন ৷ মেঝেতে বসে করজোড়ে মহারাজকে স্বাগত জানান অনুষ্কা-বিরাট ৷ আধ্যাত্মিকতায় মগ্ন জুটির ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷
Virat Kohli and Anushka Sharma with their kids visited Premanand Maharaj. ❤️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 10, 2025
- VIDEO OF THE DAY...!!! 🙏 pic.twitter.com/vn1wiD5Lfc
একটা ভিডিয়োতে দেখা গিয়েছে, অনুষ্কা মহারাজজির সঙ্গে তাঁর আধ্যাত্মিক যাত্রার কথা ভাগ করে নিচ্ছেন ৷ তিনি জানান যে মহারাজজির কথা শোনেন ৷ তিনি বলেন, "আগের বার যখন আমরা এসেছিলাম তখন মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল ৷ কিন্তু সেদিন যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা সেই সকল প্রশ্নের কিছু না কিছু করে নিয়েছিলেন ৷ যখন আপনার সঙ্গে সাক্ষাতের বিষয় এল তার আগে থেকেই আমি মনে মনে আপনার সঙ্গে কথা বলছিলাম ৷ আমার মনে যা প্রশ্ন আসছিল করে ফেলছিলাম ৷ আপনি আমাকে প্রেমভক্তি দিয়ে দিন ৷ আর কিছু চাই না ৷"
Shri Premanand Ji Maharaj said - " ye (virat kohli) pure bharat ko prashannta dete hai, ye agar vijay hote hai to pura bharat khushiyon manata hai. inke saath pura bharat juda hua hai (virat kohli gives happiness to the whole of india, if he wins then whole india happy & whole… pic.twitter.com/gVknTOxgTa
— Tanuj Singh (@ImTanujSingh) January 10, 2025
এটাই প্রথমবার নয় ৷ 2022 সালেও যখন বিরাটের ক্রিকেট কেরিয়ারের অবস্থা বেসামাল তখন কৈচি ধামে করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন অনুষ্কা-বিরাট ৷ এমনকী, লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তন আসরেও দেখা যায় জুটিকে ৷ উল্লেখ্য, 2013 সালে অনুষ্কা-বিরাটের প্রেমজীবন শুরু হয় ৷ ইতালিতে 2017 সালে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷ 2021 সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান ভামিকার জন্ম হয় ৷ গত বছর ফেব্রুয়ারিতে জন্ম হয়েছে ছেলে আকায়ের ৷