ভোগের পাতে মাছ এই পুজোর বৈশিষ্ট্য - রামকৃষ্ণ মিশন
🎬 Watch Now: Feature Video
নীতি নিয়ম মেনেই মালদার রামকৃষ্ণ মিশনে হল কুমারী পুজো ৷ পুজোর আসনে বসেছিল পাঁচ বছরের ঐশি ৷ প্রায় 50 মিনিট ধরে চলল তার পুজো ৷ দুরন্ত মেয়েটা একটা সময় চুপটি করে বসেছিল৷ 1901 সালে রামকৃষ্ণ মিশনে দুর্গাপুজোয় কুমারী পুজো শুরু হয়েছিল ৷ ভোগে খিচুরির সঙ্গে থাকে মাছ ভাজাও ৷