সুব্রতকে হারানোর পরদিনই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান সুভাষের - bankura
🎬 Watch Now: Feature Video
আজ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান করলেন বাঁকুড়ার নয়া সাংসদ সুভাষ সরকার । বাঁকুড়ায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদানের শিবিরের আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা । সেখানে আমন্ত্রণ জানানো হয় সুভাষবাবুকে । রক্ত দেন তিনি ।