শুভ্রাংশু তার বাবার অবদানকে অস্বীকার করেনি : মুকুল - father
🎬 Watch Now: Feature Video
কলকাতা, 25 : "বাবার কাছে হেরে গেছি । তবে বাবার সাফল্যে খুশি । তবে হেরেও আমি বাজিগর ।" গতকাল একথা বলেন মুকুলপুত্র শুভ্রাংশু । ছেলের বক্তব্যকে কার্যত সমর্থন করলেন মুকুল রায় । বললেন, "একজনকে দিনের পর দিন বসিয়ে রেখে তাঁর বাবার নামে গালাগাল করা হচ্ছে । যার বাবার নামে গালাগাল করা হচ্ছে তার উপর এর ভালো প্রভাব পড়ে না । এক্ষেত্রেও তাই হয়েছে ।" এরপরই মুলায়ম ও অখিলেশ যাদবের উদাহরণ তুলে ধরেন মুকুল । বলেন, "বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগকে মেনে নেওয়ার ফল ভোগ করছে অখিলেশ । অখিলেশকে হাতে ধরে রাজনীতিতে এনেছিলেন মুলায়ম । তাঁকে মুখ্যমন্ত্রীও করেছিলেন । সেই অখিলেশই প্রায় গলাধাক্কা দিয়ে মুলায়মকে সরিয়ে দেন । তার ফল তাকে ভোগ করতে হচ্ছে । কিন্তু, আমি অন্তত বলব, শুভ্রাংশু তার বাবার অবদানকে অস্বীকার করেনি ।"