ধর্মঘটের প্রভাব পড়ল না দুর্গাপুরের কলকারখানায় - strike
🎬 Watch Now: Feature Video
ধর্মঘটের প্রভাব পড়ল না দুর্গাপুরে । ধর্মঘটের সমর্থনে আজ দুর্গাপুরে পথে নামতে দেখা যায় বাম-কংগ্রেস কর্মীদের। শিল্প-কারখানায় কর্মীদের হাজিরার ক্ষেত্রে কোনও ব্যাঘাত ঘটেনি । তবে শিল্পনগরীতে দোকানপাট বন্ধ রয়েছে, রাস্তায় দেখা যায়নি প্রাইভেট বাস ।