বৈশাখিকে পাশে নিয়ে রোড শোয়ে শোভন
🎬 Watch Now: Feature Video
উত্তর কলকাতার টবিন রোড থেকে ডানলপ পর্যন্ত শোভন- বৈশাখির রোড শো । ভিড়ের চাপে বিটি রোডে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল । হুড খোলা জিপে রোড শোয়ে নেতৃত্ব দেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় । রোড- শোয়ে উপস্থিত ছিলেন অর্জুন সিং । রোড- শো থেকে জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপির কর্মী ও সমর্থকরা । স্লোগানে গলা মেলান শোভন চট্টোপাধ্যায় ।