চাহিদা মেটাতে অক্সিজেন বাস চালু করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক - oxygen on wheels
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ 24 পরগনা জেলাজুড়ে অক্সিজেনের ব্যাপক চাহিদা । আর সেই চাহিদা মেটাতে এবার অভিনব প্রক্রিয়া অবলম্বন করলেন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথন । অক্সিজেন অন হুইলস নাম দিয়ে মোট পাঁচটি বাস চালু করলেন তিনি । বাসগুলি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ক্যানিং, বারুইপুর এবং কুলতলিতে থাকবে । প্রয়োজনমত সেখান থেকেই বাসগুলি বিভিন্ন জায়গাতে যাবে পরিষেবা দিতে । শুক্রবার থেকেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানান স্বয়ং জেলাশাসক ৷