দেখা করলেন না শোভন, বাবার জন্য কান্না সুহানির - vote
🎬 Watch Now: Feature Video
তখন দুপুর সাড়ে তিনটে । পুলিশ নিয়ে বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে এলেন শোভন চট্টোপাধ্যায় । একদা সেই বাড়ি আজ তাঁর কাছে একপ্রকার অতীত । স্ত্রী, মেয়ের সঙ্গেও সম্পর্ক নেই । মেয়ের মন কী আর মানে ! বাবা বলে কথা । বাবা আসছে শুনেই ছুটে এল বছর 15-র সুহানি । বাবা তখন ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করছেন । গাড়িতেও উঠে পড়লেন । চোখে কান্না নিয়ে সুহানি তাকিয়ে রইল বাবার দিকে । হেলদোল নেই শোভনের । গাড়ির কাচ তুলে দিলেন । হয়তো কান্নাটাকে ঢাকতে চাইলেন !
Last Updated : May 19, 2019, 5:05 PM IST