Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা - robbery at a bar in malda
🎬 Watch Now: Feature Video
মদের দোকানে ডাকাতি (Robbery at Liquor Shop) ৷ প্রায় চার লাখ টাকা ও মদ লুঠের পাশাপাশি খরিদ্দারদের মধ্যে মদও বিলিয়ে দিল দুষ্কৃতীরা ৷ আর তা ধরা পড়ল দোকানের সিসিটিভি ক্যামেরায় ৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি রোডে (robbery at liquor shop in malda) ৷ দুষ্কৃতীরা সংখ্যায় চারজন ছিল বলে জানা গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশচন্দ্রপুর থানার পুলিশ ৷ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷