বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বুনিয়াদপুরে অবরোধ - road blocked at Bansihari
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10205824-thumbnail-3x2-wb-pic.jpg)
বংশীহারী থানার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তার দশা বেহাল । রাস্তা সংস্কারের আশ্বাস মিলেছে, কিন্তু তারপরেও তা সংস্কার করা হয়নি । অগত্যা গ্রামবাসী আজ বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে গণ ডেপুটেশন দেন । রাস্তা অবরোধ করেন গ্রামবাসী । এর জেরে বালুরঘাট-রায়গঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুধাংশু মণ্ডল এসে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ।