জলপাইগুড়ি থেকে উদ্ধার বিরল প্রজাতির সাপ - কোরাল রেড কুকরি স্নেক

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 7, 2021, 7:02 PM IST

জলপাইগুড়ি শহরের শিরিষতলার বিলপাড়া এলাকা থেকে উদ্ধার হল কমলা রংয়ের এক বিরল প্রজাতির সাপ । সাপটির নাম ‘কোরাল রেড কুকরি স্নেক’ । জলপাইগুড়ির ওয়াইল্ড লাইফ সংগঠনের সদস্যরা বিলপাড়ার স্থানীয় বাসিন্দা মুসকান দেবনাথের বাড়ি থেকে বিরল প্রজাতির এই সাপটিকে উদ্ধার করেন । জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকা থেকে এর আগেও এই ধরনের সাপ উদ্ধার হয়েছে । জলপাইগুড়ির ওয়াইল্ড লাইফ সংগঠনের সম্পাদক দেবার্ঘ‍্য রক্ষিত জানান, কোরাল রেড কুকরি নামে এই সাপটির বিষ নেই । শান্ত প্রকৃতির এই সাপটি এখন কম দেখা যায় । 1936 সালে প্রথম এই সাপটি আবিষ্কার হয় উত্তর‌প্রদেশে । উদ্ধার হ‌ওয়া সাপটিকে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীদের হাতে তুলে দিয়েছেন পরিবেশপ্রেমীরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.