মমতার সভায় রামনাম, সবাইকে গানের সঙ্গে গলা মেলাতে আহ্বান তৃণমূল নেতার - জয়শ্রীরাম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 7, 2020, 7:41 PM IST

Updated : Dec 7, 2020, 9:04 PM IST

গত বছর জয় শ্রীরাম ধ্বনি শুনে স্লোগান দেওয়া জনতার উদ্দেশে কার্যত তেড়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ ভাটপাড়ায় তো নেত্রীকে গাড়ি থেকে নেমে বলতে শোনা গিয়েছিল, ''আয় আয় সামনে আয়। বুকের পাটা থাকলে সামনে আয়।" রামের নামে ধ্বনি দেওয়া যুবকদের "ক্রিমিনাল" বলতেও ছাড়েননি তিনি ৷ হুমকি দিয়ে বলেছিলেন," উই উইল টেক অ্যাকশন। পুলিশ পুলিশের কাজ করবে''। কিন্তু বিজেপি যেভাবে রামধ্বনিতে বাংলা জয় করতে চাইছে তা প্রতিরোধ করতে তৃণমূলকেও একই পথ অবলম্বন করতে দেখা গেল ৷ মমতার সভায় শোনা গেল রামনাম গান। সভা শুরুর আগে রাম গান হল কলেজ মাঠে। সভাতে তখনও দলনেত্রী এসে পৌঁছাননি, তার আগে মাইকে বাজছে, " রাম কা নাম বদনাম না করো।" স্থানীয় তৃণমূল নেতা সবাইকে বলছেন," ভাই বোনেরা আপনারাও সবাই বলুন(পড়ুন, গানেতে গলা মেলান) ৷
Last Updated : Dec 7, 2020, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.