রাজু বিস্তার হুঁশিয়ারি, পরিযায়ী সাংসদ বলে পালটা কটাক্ষ তৃণমূল নেতার - পরিযায়ী সাংসদ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10049472-thumbnail-3x2-jal.jpg)
"শাসকদলের যেসব নেতা, মন্ত্রী কাটমানি এবং দুর্নীতি করে সাধারণ মানুষের টাকা বাড়িতে ঢুকিয়েছেন, 2021 সালে তাঁদের ডান্ডা পেটা খেতে হবে । পাহাড়ে অশান্তি লাগানোর ব্যবস্থা যেভাবে সিপিএমের আমলে হয়েছে ঠিক সে পথেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেসও ।" তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । পালটা জবাব দিলেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকারও । তিনি বলেন, "পরিযায়ী সাংসদ । বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে কোনও ধারণাই নেই রাজুবাবুর ।"