ETV Bharat / state

স্যুট বুট পরে অতিথি সেজে অনুষ্ঠান বাড়িতে পরপর চুরি! শিলিগুড়িতে গ্রেফতার অভিযুক্ত - THEFT IN SUIT AND BOOTS

রবিবার রাতে স্যুট বুট পরে অতিথি সেজে শিলিগুড়ির এক বিয়ে বাড়িতে চুরির পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি ৷ সেখান থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

theft in suit and boots
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2025, 8:08 PM IST

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: স্যুট বুট পরে অতিথি সেজে অভিনব কায়দায় অনুষ্ঠান বাড়িতে একের পর এক চুরি ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মনোজ চৌধুরী ৷ 44 বছরের এই ব্যক্তি পেশায় রংয়ের মিস্ত্রী । ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে ৷

সিঁধ কেটে কিংবা রাতের অন্ধকারে চুরির ঘটনা নতুন কিছু নয় । কিন্তু একেবারে স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়ি কিংবা বা যেকোনও অনুষ্ঠান বাড়িতে চুরি, এই ঘটনা সচরাচর দেখা যায় না, যা ঘটেছে শিলিগুড়িতে ৷

theft in suit and boots
স্যুট বুট পরে অতিথি সেজে অনুষ্ঠান বাড়িতে পরপর চুরির অভিযোগ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে কেবল হাজির থাকতেন না, বরং সময় পেলে খাওয়াদাওয়াও সেরে নিতেন । এরপর সুযোগ পেলেই চলত তাঁর হাত সাফাই । এই অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ । ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে শিলিগুড়ি শহরের বেশ কিছু অনুষ্ঠান বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটেই চলছিল । কীভাবে এই চুরির ঘটনা ঘটছিল, তা নিয়ে ধন্দে পড়ে যায় পুলিশ । তদন্তে নেমে পুলিশ আঁচ করতে পারে ঘটনাটি অতিথিদের মধ্যে থেকেই কেউ ঘটাচ্ছে । এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলে তদন্ত ।

theft in suit and boots
শিলিগুড়ি গ্রেফতার অভিয়ুক্ত (নিজস্ব ছবি)

এরই মাঝে জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ । সেই ছবি সোশাল মিডিয়া, বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে । পাশাপাশি ওই ব্যক্তির উদ্দেশ্যে খোঁজ শুরু হয় । এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডের এক বিয়ে বাড়িতে চুরির পরিকল্পনা নিয়ে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হন মনোজ চৌধুরী ।

আর তাঁকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক । আর তাঁকে দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেফতার করে । সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং বলেন, "অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: স্যুট বুট পরে অতিথি সেজে অভিনব কায়দায় অনুষ্ঠান বাড়িতে একের পর এক চুরি ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মনোজ চৌধুরী ৷ 44 বছরের এই ব্যক্তি পেশায় রংয়ের মিস্ত্রী । ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে ৷

সিঁধ কেটে কিংবা রাতের অন্ধকারে চুরির ঘটনা নতুন কিছু নয় । কিন্তু একেবারে স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়ি কিংবা বা যেকোনও অনুষ্ঠান বাড়িতে চুরি, এই ঘটনা সচরাচর দেখা যায় না, যা ঘটেছে শিলিগুড়িতে ৷

theft in suit and boots
স্যুট বুট পরে অতিথি সেজে অনুষ্ঠান বাড়িতে পরপর চুরির অভিযোগ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে কেবল হাজির থাকতেন না, বরং সময় পেলে খাওয়াদাওয়াও সেরে নিতেন । এরপর সুযোগ পেলেই চলত তাঁর হাত সাফাই । এই অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ । ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে শিলিগুড়ি শহরের বেশ কিছু অনুষ্ঠান বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটেই চলছিল । কীভাবে এই চুরির ঘটনা ঘটছিল, তা নিয়ে ধন্দে পড়ে যায় পুলিশ । তদন্তে নেমে পুলিশ আঁচ করতে পারে ঘটনাটি অতিথিদের মধ্যে থেকেই কেউ ঘটাচ্ছে । এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলে তদন্ত ।

theft in suit and boots
শিলিগুড়ি গ্রেফতার অভিয়ুক্ত (নিজস্ব ছবি)

এরই মাঝে জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ । সেই ছবি সোশাল মিডিয়া, বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে । পাশাপাশি ওই ব্যক্তির উদ্দেশ্যে খোঁজ শুরু হয় । এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডের এক বিয়ে বাড়িতে চুরির পরিকল্পনা নিয়ে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হন মনোজ চৌধুরী ।

আর তাঁকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক । আর তাঁকে দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেফতার করে । সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং বলেন, "অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.