শিলিগুড়ি, 17 ফেব্রুয়ারি: স্যুট বুট পরে অতিথি সেজে অভিনব কায়দায় অনুষ্ঠান বাড়িতে একের পর এক চুরি ৷ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মনোজ চৌধুরী ৷ 44 বছরের এই ব্যক্তি পেশায় রংয়ের মিস্ত্রী । ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার শিলিগুড়িতে ৷
সিঁধ কেটে কিংবা রাতের অন্ধকারে চুরির ঘটনা নতুন কিছু নয় । কিন্তু একেবারে স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়ি কিংবা বা যেকোনও অনুষ্ঠান বাড়িতে চুরি, এই ঘটনা সচরাচর দেখা যায় না, যা ঘটেছে শিলিগুড়িতে ৷
![theft in suit and boots](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-02-2025/wb-slg-02-theft-in-occasion-7209673_17022025133805_1702f_1739779685_11.jpg)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি স্যুট বুট পরে অতিথি সেজে বিয়ে বাড়িতে কেবল হাজির থাকতেন না, বরং সময় পেলে খাওয়াদাওয়াও সেরে নিতেন । এরপর সুযোগ পেলেই চলত তাঁর হাত সাফাই । এই অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ । ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে শিলিগুড়ি শহরের বেশ কিছু অনুষ্ঠান বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটেই চলছিল । কীভাবে এই চুরির ঘটনা ঘটছিল, তা নিয়ে ধন্দে পড়ে যায় পুলিশ । তদন্তে নেমে পুলিশ আঁচ করতে পারে ঘটনাটি অতিথিদের মধ্যে থেকেই কেউ ঘটাচ্ছে । এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে চলে তদন্ত ।
![theft in suit and boots](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17-02-2025/wb-slg-02-theft-in-occasion-7209673_17022025133805_1702f_1739779685_61.jpg)
এরই মাঝে জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে । সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ । সেই ছবি সোশাল মিডিয়া, বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের তরফে । পাশাপাশি ওই ব্যক্তির উদ্দেশ্যে খোঁজ শুরু হয় । এরই মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডের এক বিয়ে বাড়িতে চুরির পরিকল্পনা নিয়ে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হন মনোজ চৌধুরী ।
আর তাঁকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক । আর তাঁকে দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় । খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেফতার করে । সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । এই বিষয়ে শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং বলেন, "অনুষ্ঠান বাড়িতে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"